ত্রাণ এ নয়-ছয় হলে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

S M Ashraful Azom
ত্রাণ এ নয়-ছয় হলে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে তথ্য প্রতিমন্ত্রী
সেবা ডেস্ক: দুঃখী মানুষ, অসহায় মানুষ,নিম্ন আয়ের মানুষ,যারা দিন আনে দিন খায় এখন তারা ঘরে বসে আছেন।কোন উপার্জন করতে পারছেন না। তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ পাঠিয়েছেন। সরকারের দেওয়া এই প্রতিটা ত্রাণ সামগ্রী স্বচ্ছতা,জবাবদিহীতা,সততা ও নিষ্ঠার সাথে জেলা প্রশাসক, ইউএনও ও জনপ্রতিনিধিগণ সকলে মিলে নিশ্চিত করবেন। একটা ত্রাণের সামগ্রী নয়-ছয় হলে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। আমি বিশ্বাস করি যারা ত্রাণ নিয়ে নয়-ছয় করে তারা মানুষ না।জামালপুরের সরিষাবাড়ীতে প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণের সময় সাংবাদিকদের একথা বলেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি।

তিনি আরো বলেন, আমরা আমাদের রক্ত বেঁচে হলেও কাউকে না খেয়ে থাকতে দিবো না।সরকারের দেওয়া ত্রাণ সামগ্রীর সাথে আমাদের রক্ত বেঁচে হলেও আমার এলাকার একজনও না খেয়ে থাকবে না।
গরীব মানুষ আলু ভর্তা খেয়ে কষ্ট করে বেঁচে থাকতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করে সরকারি নির্দেশনা ম্বনে চলার আহবান জানান তিনি।

শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের সহোযোগীতায় পোগলদিঘা ইউনিয়নের চরপাড়া এলাকায় এ ত্রাণ বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর,সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাজেদুর রহমান।

এসময় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চরপাড়া গ্রাম থেকে শুরু করে ইউনিয়নের প্রায় ৪ শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ কেজি চাল , আধা কেজি ডাল, আধা লিটার তেল,১ কেজি আলু, হাত ধোয়ার জন্য সাবান বিতরন করা হয়।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top