![]() |
| ত্রাণ পেয়ে দোয়া করছেন এক অসহায় |
দক্ষিন কৈডোলা পটলপাড়া নুরানী কিন্ডার গার্ডেন মাদ্রাসায় ১০৬ জনের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সংকটে ত্রাণ পেয়ে অনেকেই আবেগে কান্না ভেঙ্গে পরে এমপি মোজাফফর ও তার পরিবাৱেৱ সদস্যেদেৱ জন্য দোয়া করেন ।
ত্রাণের মধ্যে ছিল ৪ কেজি চাল , ১ কেজি ডাল, আলু ১কেজি, লবন, আদা , সাবান ও মাক্স।
সদর উপজেলা যুবলীগের সদস্য মোঃ জাকির হোসেন, শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আকন্দ, অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়ামত আলী মেম্বার, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম নূরু, ওয়ার্ড মেম্বার আব্দুল ওয়াদুদ ও ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তফাসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

