
শিব্বির আহমদ রানা, বাঁশখালী সংবাদদাতা: বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দিলোয়ারা বেগম (৫০) নামে এক গৃহবধু নিহত হয়েছে। নিহত গৃহবধু বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নেয়াজর পাড়া বদিউল আলম ফকিরের বাড়ী এলাকার মুহাম্মদ আনছার এর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৪ এপ্রিল) সকালে নিজ বাড়ীর উঠানে কাপড় শুকাতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুতের তারে হাত লাগার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্টে আক্রান্ত দিলোয়ারা বেগম কে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক কানিজ ফাতেমা রুদ্রবা।
বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদার পৌরসভাস্থ ৩ নম্বর ওয়ার্ডের নেয়াজর পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করেন।
