বকশীগঞ্জে ব্যারিস্টার সামীর সাত্তারের আর্থিক সহায়তা প্রদান

S M Ashraful Azom
বকশীগঞ্জে ব্যারিস্টার সামীর সাত্তারের আর্থিক সহায়তা প্রদান

বকশীগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া কর্মজীবী ব্যক্তি ও করোনার কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বকশীগঞ্জ উপজেলার কৃষি সন্তান এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও সাবেকমন্ত্রী এমএ সাত্তারের ছেলে ব্যারিস্টার সামীর সাত্তারের নিজস্ব অথায়নে সোমবার বিকালে বকশীগঞ্জ পৌর শহরের ব্যবসায়ীদের এসব আর্থিক সহায়তা দেওয়া হয়।

বকশীগঞ্জ পৌর শহরের ৬০ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে এক হাজার টাকা করে ৬০ হাজার টাকা এবং কর্মহীন হয়ে পড়া অটো,রিকশা, ভ্যান চালকদের মাঝে ৫০০ টাকা করে বিতরণ করা হয়। এতে সব মোট ২ লাখ টাকার আথিক সহায়তা প্রদান করা হয়।

তরুন আইনজীবী ব্যারিস্টার সামীর সাত্তারের পক্ষে ব্যবসায়ী খোকন আকন্দ ও জিসান হাবিব প্রত্যেক ব্যবসায়ীকে আর্থিক সহায়তা পৌছে দেন।

ব্যারিস্টার সামীর সাত্তারের ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বকশীগঞ্জ উপজেলার সুধীমহল।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top