পলাশবাড়ীতে খননকাজের নিয়োজিত ভেকু পুড়িয়ে দিলো দূর্বৃত্তরা

S M Ashraful Azom
পলাশবাড়ীতে খননকাজের নিয়োজিত ভেকু পুড়িয়ে দিলো দূর্বৃত্তরা

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আখিরা নদী খননকাজে নিয়োজিত ঠিকাদার আব্দুল হালিম মন্ডল গোরস্থান পাড়া গাইবান্ধার ভেকু রাতের আধারে আগুন লাগিয়ে পুড়েছে দূর্বৃত্তরা।

১৪ এপ্রিল মঙ্গলবার গত রাত আনুমানিক আড়াইটার সময় ঘটনাটি ঘটেছে পলাশবাড়ী উপজেলার আখিরা নদীর আমবাগান পয়েন্টে। সেখানে নদী পাড়ে রাখা ভেকুটিতে কে বা কাহারা আগুন লাগিয়ে দেয় ও ভেকুটির ইঞ্জিন সহ পাইপগুলোতে বালু মাটি ঢুকিয়ে দেয়। এসময় ভেকুটির কেবিন,ষ্টেয়ারিংসহ ভেকুটির অংশ বিশেষ পুড়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ হতে মতিন ও হামিদুল জানান,বিষয়টি পুলিশ প্রশাসনের কাছে জানানো হয়েছে। এঘটনায় তদন্ত সাপেক্ষে অপরাধীদের চিহিৃন্ত করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে তারা আরো বলেন ,গত ৬ এপ্রিল এ নদীখনন কাজ শুরুর পর হতে নদী খনন কে কেন্দ্র করে স্থানীয় নদীপাড়ে দুটি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ কোলহ ও মারামারির ঘটনা ঘটেছিলো।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top