
সেবা ডেস্ক: করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা মানুষদের খুজে বের করতে একটি কন্টাক্ট ট্রেসিং অ্যাপস (Contact Tracing App) তৈরি করেছে আইসিটি বিভাগ। এক সপ্তাহের মধ্যে অ্যাপসটি উন্মুক্ত হবার কথা রয়েছে। জিপিআরএস ও ব্লুথোতের মাধ্যমে অ্যাপটি ফোন ব্যবহারকারীর ২ সপ্তাহের তথ্য বিশ্লেষন করে জানিয়ে দেবে, তিনি করোনা আক্রান্ত কোন মানুষের কাছাকাছি ছিলেন কিনা?
কন্টাক্ট ট্রেসিং - Contact Tracing কী?
কন্টাক্ট ট্রেসিং (Contact Tracing) হচ্ছে একটি পদ্ধতি যা সংক্রামক রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যবহার করা হয়। সেখানে রোগীদের বলা হয় তারা যেসব মানুষের সাথে ঘনিষ্ঠ হয়েছেন তাদের সাথে যোগাযোগ করতে।
করোনাভাইরাস মহামারির ক্ষেত্রে, যেসব মানুষ দীর্ঘ সময় ধরে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাদেরকে স্বেচ্ছা আইসোলেশনে যেতে বলা হয়।
এটা সাধারণত করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির বন্ধু এবং পরিবারের সদস্যদের ফোনের মাধ্যমে জানানো হয়। সাথে একটা স্বয়ংক্রিয় লোকেশন ট্র্যাকিং মোবাইল অ্যাপও সংযুক্ত করা হয়।
করোনাভাইরাসের মারাত্মক প্রাদুর্ভাবের শিকার দেশগুলোতে এরই মধ্যে কন্টাক্ট ট্রেসিং (Contact Tracing) পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
কয়েক সপ্তাহ ধরে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে প্রাদুর্ভাব খুঁজে বের করা বা ট্র্যাক করাটা সহজ হবে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।