ধুনটে রাস্তা মেরামত করে বিএনপি নেতার রক্ষা

S M Ashraful Azom
0
ধুনটে রাস্তা মেরামত করে বিএনপি নেতার রক্ষা

রফিকুল আলম,ধুনট (বগুড়া): গ্রামবাসির প্রতিরোধের মুখে বগুড়ার ধুনট থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে বিএনপি নেতা মাটির রাস্তার কাটা অংশ সংস্কার করে দিয়ে রক্ষা পেয়েছেন। শনিবার দুপুর থেকে ওই রাস্তা দিয়ে যানবহন ও পথচারীদের যাতায়াত স্বাভাবিক হয়েছে।

জানা গেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক দেলবর আলী উলিপুর গ্রামের বাসিন্দা। তার সাথে একই গ্রামের মোজ্জাফর আলী নামে এক ব্যবসায়ীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে ২৬ মে গ্রামের প্রধান রাস্তার ২০ ফুট অংশ কেটে জমি তৈরী করেন বিএনপি নেতা। এতে গ্রামবাসির যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হয়। 

এ ঘটনায় ব্যবসায়ী মোজ্জাফর আলীর নেতৃত্বে উলিপুর গ্রামবাসি বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এক পর্যায়ে গ্রামবাসির পক্ষে ২৭ মে মোজ্জাফর আলী বাদী হয়ে বিএনপি নেতা ও তার ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। গ্রামবাসির যোগাযোগ ব্যবস্থার বিপর্যয়ের চিত্র তুলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। ফলে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা প্রকাশিত সংবাদটি আমলে নেন।

শনিবার থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা বিক্ষুদ্ধ গ্রামবাসির সাথে বৈঠক করে বিএনপি নেতা দেলবর আলী ও তার লোকজন দিয়ে মাটির রাস্তার কাটা অংশ মেরামত করে চলাচলের উপযোগী করে নেন। এছাড়া ওই বৈঠকে উভয় পক্ষের মাঝে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে গ্রামবাসিকে ঐক্যবদ্ধ করে দেন। এতে গ্রামের পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।   

ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রামবাসির মাঝে ভুল বোঝাবুঝির কারণে অশান্তি বিরাজ করছিল। বিষয়টি জানার পর থানা পুলিশের সহযোগীতায় উভয় পক্ষকে নিয়ে বৈঠক করে রাস্তার কাটা অংশ সংস্কারের মাধ্যমে সমঝোতা করে দেওয়া হয়েছে। 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মাটির রাস্তা কাটার অভিযোগটি তদন্ত করে সত্যতার প্রমান পাওয়া গেছে। এ অবস্থায় স্থানীয় ইউপি চেয়ারম্যান বৈঠক করে বিষয়টি সমাধান করে দিয়েছেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top