
ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : করোনা দুর্যোগ পরিস্থিতিতে সারাদেশে লকডাউনের কারণে সীমান্তবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র উদ্যোগে জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি বিওপি’র আওতাধীন ডেবডেবি হাইস্কুল মাঠ ও ভাওয়ালকুড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুটি এলাকায় সহ¯্রাধিক পরিবারে পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২-বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আরিফুজ্জামানসহ বিওপি’র কমান্ডার, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।