
ফয়জুর রহমান, কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় কৃষকের ধান কেটে দিলেন আটাবহ ইউনিয়ন ছাত্রলীগ। ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহান শাহরিয়ার এর নেতৃত্বে আমজাদ হোসেন নামে কৃষকের বিশ কাঠা জমির ধান কেটে মাড়াই করে দেন।
কালিয়াকৈর উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয় প্রতিবছর। উত্তরবঙ্গ থেকে এ এলাকায় হাজার হাজার ধান কাটার শ্রমিক আসত এ মৌসুমে। এ বছর করোনা ভাইরাসের কারনে পর্যাপ্ত শ্রমিক আসতে না পারায় বিপাকে চাষিরা। আমজাদ হোসেন নামের ঐ কৃষক তার জমির ধান পেকে গেছে অথচ শ্রমিক পাচ্ছিলেন না। এদিকে সোহান শাহরিয়ার ব্যাপারটা জানতে পেরে নিজেই উপস্থিত হন কৃষকের ক্ষেতে। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক জাহিদ, ছাত্র বিষয়ক সম্পাদক মিলন, সদস্য শিহাব, চান্দাবহ মাদ্রাসা ছাত্রলীগের আসাদ সহ আরো অনেকে।
কৃষক আমজাদ হোসেন জানান, আমি ধান কাটা নিয়ে মহা সমস্যায় পড়েছিলাম। আমার ছেলে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহানকে খবর দেন। খবর পেয়ে তিনি দলীয় অন্যান্য কর্মীদের নিয়ে জমিতে উপস্থিত হয়ে ধান কেটে দেন। পরে সেগুলো আবার মাড়াই করার কাজেও সহযোগিতা করেন।
দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতৃবৃন্দের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখেন বলে জানান এলাকাবাসী।