অবশেষে সীমিত আকারে সারাদেশে চালু হচ্ছে গণপরিবহন

S M Ashraful Azom
অবশেষে সীমিত আকারে সারাদেশে চালু হচ্ছে গণপরিবহন

সেবা ডেস্ক: অবশেষে সীমিত আকারে স্বল্পসংখ্যক যাত্রী নিয়ে সারাদেশে চালু হচ্ছে বাস, রেল ও লঞ্চসহ সব ধরনের গণপরিবহন। আগামী ৩১ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বুধবার রাতে তিনি এ তথ্য জানান। একইসঙ্গে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাটও।

ফরহাদ হোসেন বলেন, সীমিত পরিসরে অর্থনৈতিক কর্মকাণ্ড চলবে। তবে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় আগামী ১৫ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আপাতত স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে প্রজ্ঞাপন জারি করা হবে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৬ মার্চ থেকে চলছে সাধারণ ছুটি। এ পর্যন্ত সাত দফা বাড়িয়ে ৩০ মে এই ছুটি শেষ হচ্ছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top