ইউনাইটেড হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড, ৫ করোনা রোগীর মৃত্যু

S M Ashraful Azom
ইউনাইটেড হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড, ৫ করোনা রোগীর মৃত্যু

সেবা ডেস্ক: রাজধানী ঢাকার গুলশান-২ নম্বরে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজন করোনা আক্রান্ত রোগী দগ্ধ হয়ে মারা গেছেন।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ৫ জনের একজন নারী ও চারজন পুরুষ রোগী। তবে কেউ আহতের খবর পাওয়া যায়নি।

হাসপাতালের জরুরি বিভাগের পাশে করোনা ইউনিটের জন্য কাজ চলা অংশ ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম বলেন, আমরা পাঁচ জন নিহতের তথ্য পেয়েছি। তারা করোনায় আক্রান্ত ছিলেন।

এর আগে, বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top