জামালপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বৃত্তির টাকা দিল এক শিক্ষার্থী

S M Ashraful Azom
জামালপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বৃত্তির টাকা দিল এক শিক্ষার্থী

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়ালো জামালপুর জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী নাজিয়াত মাহমুদ নাবিল। নিজের জমানো বৃত্তির টাকা থেকে তিন হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে সে। ১৯ মে দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোকলেছুর রহমানের হাতে টাকাগুলো তুলে দেয় সে।

জানা গেছে, শিক্ষার্থী নাজিয়াত মাহমুদ নাবিলের বাড়ি জামালপুর সদরের তুলসীরচর ইউনিয়নে। জেএসসি পরীক্ষায় সে  মেধা তালিকায় বৃত্তি পেয়েছিল। সেই বৃত্তির টাকা থেকে জমানো তিন হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়ার জন্য ১৯ মে দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক মোকলেছুর রহমানের দপ্তরে যায় সে। এ সময় তার  বাবা মো. বোরহান উদ্দিনও তার সাথে ছিলেন। এ সময় টাকাগুলো গ্রহণ করে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক।

নাজিয়াত মাহমুদ নাবিল এ প্রতিবেদককে বলেছে, ‘প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে অনেক মানুষ কর্মহীন হয়ে খুব কষ্টে জীবন যাপন করছে। তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রম দেখে আমার খুব ভালো লেগেছে। আমারও ইচ্ছা করে তাদের জন্য কিছু করি। তাই আমার জমানো বৃত্তির তিন হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছি।’

এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোকলেছুর রহমান এ প্রতিবেদককে বলেন, ‘জাতীয় দুর্যোগের মুহূর্তে খুদে শিক্ষার্থী নাজিয়াত তার বৃত্তির টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে গেল। নিশ্চয় সে এই ধরনের মনমানসিকাত নিয়ে গড়ে উঠবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি। তার মতো মানসিকতা নিয়ে সবাই এগিয়ে এলে সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবো।’

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top