খুলনায় সেনাবাহিনীর জীবাণুমুক্তকরণ টানেল উদ্বোধন

S M Ashraful Azom
খুলনায় সেনাবাহিনীর জীবাণুমুক্তকরণ টানেল উদ্বোধন

সেবা ডেস্ক: খুলনার শেরেবাংলা রোডে জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের সামনে বাংলাদেশ সেনাবাহিনীর করোনা ভাইরাস জীবাণুমুক্ত করার দুটি টানেল উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৭ মে) সকালে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক প্রধান অতিথি হিসেবে এ টানেলের উদ্বোধন করেন।

দুটি টানেলের একটি দিয়ে পথচারী এবং অপরটি দিয়ে যানবাহন প্রবেশ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মো. হেলাল হোসেন ও লেফটেন্যান্ট কর্নেল মির্জা।

জীবাণুমুক্ত করতে পানির সঙ্গে মানুষের ব্যবহার উপযোগী মেডিসিন ব্যবহার করা হচ্ছে এ দুটি ট্যানেলে। ফলে সব ধরনের যানবাহন এবং মানুষের শরীরে লেগে থাকা জীবাণু ধ্বংস করা সম্ভব।

যানবাহন প্রবেশের ট্যানেলটি ১৫ ফুট লম্বা এবং ৮ ফুট চওড়া। পথচারী প্রবেশের টানেলটি ছয় ফুট লম্বা ও ছয় ফুট চওড়া।

জীবাণুনাশ করণের জন্য ট্যানেলে দেড় হাজার লিটারের দুটি পানির ট্যাংক রয়েছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top