বিলীন হচ্ছে অসহায় পরিবারের শেষ আশ্রয়স্থল মন্নিয়া আশ্রয়ন কেন্দ্র

S M Ashraful Azom
0
বিলীন হচ্ছে অসহায় পরিবারের শেষ আশ্রয়স্থল মন্নিয়া আশ্রয়ন কেন্দ্র

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বেলগাছা ইউপিতে অবস্থিত ‘যমুনা নদী’ বেষ্টিত মন্নিয়া আশ্রয়ন প্রকল্প সহ কয়েকটি প্রকল্প। সেখানে আশ্রয়হীন অনেক পরিবারকে আশ্রয় দিয়েছে সরকার।  তবে সেই আশ্রয়ন প্রকল্প বসতবাড়ি এবার বন্যার পানি বাড়ার সাথে সাথে যমুনা নদী ভাঙ্গন কবলে পড়েছে। এরমধ্য মন্নিয়া আশ্রয়ন প্রকল্পের প্রায়২০-২৫টি বসতঘর নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গনের কবলে চর মন্নিয়া আয়শ্রন কেন্দ্রটির ৭৫টি পরিবারের প্রায় ৪শতাধিক মানুষ আতঙ্কে দিনাতিপাত করছে।

আশ্রয়ণ প্রকল্প এলাকায় দেখা যায়, নদী ভাঙনে অনেক বসতঘর বিলীন হয়ে গেছে। যেসব পরিবারের বসতঘর বিলীন হয়েছে, তাদের প্রকল্প এলাকার অন্য বসতঘরে আশ্রয় দেয়া হচ্ছে। ভাঙনের ভয়াবহতা অব্যাহত থাকায় ভাঙন আতঙ্কে পরিবারগুলো দিন কাটাচ্ছে।

জানাগেছে, ২০১৭সালে বেলগাছা ইউনিয়নের চর মন্নিয়া আয়শ্রন কেন্দ্রটি ভুমিহীন পরিবারের জন্য নির্মিত হয়েছে। ৭৫টি পরিবারের প্রায় ৪শতাধিক মানুষ সরকারী ভাবে মাথাগুজার ঠাই হয়েছে। গেল বন্যায় আংশিক ভাঙলেও মাথা গুজার ঠাই নিয়ে দিনাপিপাত করছিল অসহায় পরিবারগুলো। এবারো বন্যার পানি বাড়ার সাথে সাথে ভাঙ্গন দেখা দেওয়ায় অসহায় হত দরিদ্র পরিবারের শেষ আশ্রয়স্থল চর মন্নিয়া আয়শ্রন কেন্দ্রটি নদীর গর্ভে পুরোপুরি বিলীন হওয়ার পথে। ইতিমধ্যে প্রায় ২০ থেকে ২৫টি ঘর নদীর গর্ভে বিলীন হয়ে হয়ে গিয়েছে। এতে আশ্রিত মানুষ গুলো পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

বেলগাছা ইউপি চেয়ারম্যান আঃ মালেক জানান-আশ্রয়ন কেন্দ্রটি পরিদর্শন করে দ্রæত অসহায় পরিবারগুলোকে সহায়তার জন্য প্রশাসনকে জানিয়েছি।

ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল বলেন, ভাঙন এলাকায় ক্ষতিগ্রস্থ পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের অন্য ঘরে আশ্রয় দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।  আশ্রয়ণ প্রকল্পে নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top