
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সকল পুলিশ সদস্যের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), হ্যান্ড গ্লোভস ও মাস্ক বিতরণ করা হয়েছে। একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীদের জন্য ২ হাজার মাস্ক ও ২ হাজার হ্যান্ড গ্লোভস প্রদান করা হয়।
শুক্রবার বিকালে পৌর এলাকার মাঝ পাড়া গ্রামের ব্যবসায়ী প্রকৌশলী আল ইমরানের ব্যক্তিগত উদ্যোগে পিপিই, হ্যান্ড গ্লোভস ও মাস্ক বিতরণ করা হয়।
এ উপলক্ষে বকশীগঞ্জ থানা চত্বরে করোনা প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা শেষে প্রকৌশলী আল ইমরান বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাটের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন।
পিপিই বিতরণকালে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, ওসি (তদন্ত) আঃ রহিম, মাঝপাড়া চাষী ক্লাবের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান তারেক সহ সকল পুলিশ সদস্য, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।