৯ হেক্টর জমির ধান পানির নিচে থমকে গেছে কৃষকের স্বপ্ন

S M Ashraful Azom
0
৯ হেক্টর জমির ধান পানির নিচে থমকে গেছে কৃষকের স্বপ্ন

শফিকুল ইসলাম: গত কয়েক দিনের ভারি বর্ষনের ফলে কৃষকের স্বপ্ন পানির নিচে তলিয়ে গেছে। এতে হাওরের নিচু এলাকার জমির ধান হুমকিতে পড়েছে। ৩০মে (শনিবার) সকালের দিকে সরেজমিনে গিয়ে এসব চিত্র দেখা যায়। এর আগে উপজেলা কৃষি অফিস পাকা ধান কাটতে মাইকিং করে সতর্কতা জারি করলেও ধান আধাপাকা থাকায় অনেক কৃষক তা আমলে নেননি।

কুড়িগ্রাম জেলার ব্রম্মপুত্র নদে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় রৌমারী ও রাজিবপুর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন হাওরের আধা পাকা জমির ধান তলিয়ে গেছে। কৃষকদের আরোও  ক্ষতির আশঙ্কায় কাটতে হচ্ছে আধাপাকা ধান। নদী ভাঙ্গনের কান্না না থামতেই চরের হাওর অঞ্চলের কৃষকের স্বপ্নের সোনার ফসল এবার পানির নিচে। প্রতি বছর ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও অতি বৃষ্টিতে সর্বশান্ত হয়ে যায় রৌমারীর ও রাজিবপুর চরাঞ্চলের কৃষক। ধান কাটা মৌসুম শুরুর প্রাক্কালে ধূলিসাৎ হয়ে যায় এসব এলাকার কৃষকের স্বপ্ন।

রৌমারী উপজেলার চর শৌলমারী, চর ঘুঘুমারী, সোনাপুর, চর কাজাইকাটা, খেদাইমারী, সুখের বাতী, মশালের চর, ফুলকার চর এবং মিয়ার চর। রাজিবপুর উপজেলার কোদালকাটি, চর সাজাই, মোহনগঞ্জ, নয়ার চর। আরো বিভিন্ন জায়গায় হাওরের ধান এখন পানির নিচে পড়ে আছে।। কৃষকরা জানান, হাওরের উঁচু এলাকা থেকে নিচের দিকে পানি প্রবাহিত হওয়ায় এবং কয়েক দিনের বৃষ্টিতে তাদের জমির আধাপাকা ধান পানিতে ডুবে গেছে।

ফয়জার নামের একজন কৃষকের সাথে কথা হলে তিনি বলেন, কিছুদিন আগেই উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে পাকা ধান কাটতে মাইকিং করেছিল, কিন্তু ধান পাকে নাই নদীতে হঠাৎ পানি বেড়েছে। দুই এক দিনের মধ্যে ডুবে যাবে তাই কাচা ধান কাটলাম। জমিতে পানি জমে যাওয়ায় শ্রমিকরা ধান কাটতে চায় না। তাই বেশি দামে শ্রমিক নিয়ে জমির ধান কাটতে হচ্ছে।

এ বিষয়ে কৃষক আলী আজম জানান, নদী ভাঙ্গনের কান্না না থামতেই চরের হাওর অঞ্চলের কৃষকের স্বপ্নের সোনার ফসল এবার ডুবে যাচ্ছে। তাই আমি আধাপাকা ধান কাটলাম। কারন নদীতে দিন দিন পানি বাড়তেছে। কৃষক জালাল উদ্দিন বলেন, তার জমির ধান অর্ধেক পেকেছে ডুবে যাওয়া আশঙ্কায় তিনি জমির ধান কাটছেন। তবে নদীর পানি বেশি হওয়ায় পানি নিষ্কাশন না হওয়ায় জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, গত কয়েক দিনের পাহাড়ী ঢল ও ভারি বর্ষনে চরশৌলমারী ও বন্দবেড় ইউনিয়নে প্রায় ৯ হেক্টর জমির আধাপাকা ধান পানির নিচে তলিয়ে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান জানান, কিছুদিন আগেই কৃষকের ধান কেটে ঘরে তুলার জন্য পুরো উপজেলায় কৃষি অফিসের মাধ্যমে মাইকিং করা হয়েছে। এখন আগাম বন্যার আশস্কায় কৃষক জমি থেকে আধাপাকা ধান কাটছেন। তবে জলাবদ্ধতা হতে পারে । আবহাওয়া ভালো থাকলে সব কৃষক নিচু এলাকার ধান কাটতে পারবেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top