জনগনের জীবন-জীবিকার ভারসাম্য তৈরির চেষ্টা করছে সরকার: কাদের

S M Ashraful Azom
0
জনগনের জীবন-জীবিকার ভারসাম্য তৈরির চেষ্টা করছে সরকার কাদের

সেবা ডেস্ক: দেশে প্রাণঘাতি করোনা ভাইরাসের এই সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ সরকার গনগনের জীবন-জীবিকার ভারসাম্য তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বিকেলে রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার দক্ষতা ও সাহসিকতা, অভিজ্ঞদের দিয়ে আলোচনা করে মানুষের জীবন ও জীবিকার ভারসাম্য তৈরি করার চেষ্টা করছেন। অন্ধকার সুড়ঙ্গ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সুড়ঙ্গ শেষেই রয়েছে আশার আলো।

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে এবং মনে সাহস রাখতে হবে। দুর্যোগের এ অমানিশায় পাশে আছেন একজন শেখ হাসিনা। যিনি আলো হাতে আঁধারের কাণ্ডারি।

এ সময় বিএনপির প্রসঙ্গে টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যেকোনো দুর্যোগে নিরাপদ দূরত্বে অবস্থান করাই হচ্ছে বিএনপির রাজনীতি। তাদের রাজনীতি এখন আইসোলেশনে।

লকডাউনের নামে জনগণের জীবনকে স্তব্ধ করার পাশাপাশি জীবিকা রুদ্ধ করে অর্থনৈতিক স্থবিরতা সৃষ্টির অপকৌশলই বিএনপির মনের কথা বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি জনগণকে বিভ্রান্ত করতে চালাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমন্বয়হীনতার কথা বলে কি বোঝাতে চেয়েছেন? তা স্পষ্ট না করে বরাবরের মতো কথামালার চাতুরী দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top