করোনা বিনাশ করতে মন্দিরের ভিতরে ‘নরবলি’ দিলেন পুরোহিত!

S M Ashraful Azom
0
করোনা বিনাশ করতে মন্দিরের ভিতরে ‘নরবলি’ দিলেন পুরোহিত!

সেবা ডেস্ক: মহামারি নভেল করোনা ভাইরাসের বিনা’শ করতে দেবতা’কে খুশি করতে হবে। তাই তার জন্য চাই নর’বলি। এমনটাই নাকি স্বপ্নাদে’শ পেয়েছি’লেন। সেই আদেশ অনুসা’রে মন্দিরের ভিত’রেই কুড়ুল দিয়ে এক ব্যক্তির মাথা কেটে বলি দিলেন পুরোহিত। ভার’তের ওড়িশা’র কটকে এক স্থানীয় মন্দিরে’র পুরোহিতে’র বিরুদ্ধে এমনটা’ই অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে পুলিশে’র কাছে আত্ম’সমর্পণ করার পর তাঁকে খুনের অভিযো’গে গ্রেফ’তার করা হয়।

পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটছে নরসিংহ’পুর থানা এলাকায় বাঁধহুদা গ্রামে’র কাছে একটি স্থানীয় মন্দিরে। ওই মন্দিরে’র ৭২ বছরের পুরোহিত সংসারী ওঝার বিরুদ্ধে স্থানীয় এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে। তদন্ত’কারীরা জানিয়েছেন, মৃতের নাম সরোজ’কুমার প্রধান (৫২)।

পুলিশের দাবি, এ দিন সকালে থানায় এসে আত্ম’সমর্পণ করে ঘটনার কথা স্বীকার করেছে’ন সংসারী ওঝা। তবে তদন্তকারী’দের কাছে তাঁর দাবি, করোনা’ভাইরাসকে বিনাশ করতে মন্দিরে’র দেবীর কাছ থেকে নরবলির স্বপ্নাদেশ পেয়েছিলেন তিনি। সেই নির্দেশ মেনেই সরোজকে বলি দিয়েছেন। তবে এই দাবি মানতে নারা’জ এলাকার স্থানীয়’রা। তাঁদের পাল্টা দাবি, সরোজে’র সঙ্গে ওই গ্রামের একটি আম’বাগান নিয়ে দীর্ঘ দিনের বিবাদ চলছিল ওই পুরোহিতে’র। সেই আক্রো’শেই এ কাজ করে থাক’তে পারেন তিনি।

তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার রাতে সরোজে’র সঙ্গে নরবলি নিয়েই ঝগড়া’ঝাঁটি হয় বলে জানিয়েছে’ন সংসারী ওঝা। তর্কাতর্কির সময় একটি কু়ড়ুল দিয়ে সরোজে’র মাথায় আঘাত করেন তিনি। কুড়ুলের ঘায়ে সেখানে’ই লুটিয়ে পড়েন সরোজ। এর রাত পেরোলে পুলিশের কাছে গিয়ে আত্ম’সমর্পণ করেন সংসারী।

কটকের ডিআইজি (সেন্ট্রাল রেঞ্জ) আশিসকুমার সিংহ জানিয়ে’ছেন, সরোজের দেহ ময়না’তদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই  তিনি বলেন, ‘‘প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বুধবার রাতে ঘটনার সময় মত্ত অবস্থায় ছিলেন সংসারী ওঝা। পরের দিন সকালে তাঁর হুঁশ ফিরলে পুলিশের কাছে এসে আত্মসম’র্পণ করেন তিনি। খুনের কথা স্বীকারও করে নিয়েছেন সংসারী।’’

ঘটনার কথা প্রকাশ্যে আসতে’ই তুমুল প্রতিক্রিয়া শুরু হয়েছে ওড়িশায়। অভি’যুক্তের চরম শাস্তির দাবি করেছেন অনেকে। ওই রাজ্যের এক সমাজকর্মী সত্যপ্রকাশ পতি বলেন, ‘‘একবিংশ শতকেও যে মানুষ এ ধরনের বর্বর কাজে বিশ্বাস করে, তা সত্যিই অবি’শ্বাস্য। দোষীর কড়া শাস্তির দাবি জানাচ্ছি।’’

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top