দেওয়ানগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তার অশ্লীন আচরনে অতিষ্ঠ স্টাফগন

S M Ashraful Azom
0
দেওয়ানগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তার অশ্লীন আচরনে অতিষ্ঠ স্টাফগন

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের এই দূর্যোগময় সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অশ্লীন আচরন, মানুষিক নির্যাতন, নানা ভয়ভীতি ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ও কর্মচারীরা।

দেওয়ানঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ও কর্মচারীদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সৈয়দ আবু আহাম্মদ শাফী দীর্ঘ দিন থেকে তাদের সাথে অশ্লীন আচরণ, মানুষিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন, রাতে কর্তব্য পালনকালীন সময়েও নার্সদের নানা ভাবে হয়রানী করে আসছেন। এছাড়া তাদের নামে বাসা বরাদ্দ না দিয়ে ভাড়া নিয়ে নিজেই আত্মতাস করে আসছেন। তার এসব অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করতে গেলে বহিরাগতদের দিয়ে নানা হয়রানী করার অভিযোগ করেন তারা। স্বাস্থ্য কর্মকর্তার অত্যাচার ও মানুষিক এসব নির্যাতনের প্রতিকার চেয়ে সিনিয়র স্টাফ নার্সরা স্বাস্থ্য সচিবের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়- ডা: আবু আহাম্মদ শাফী ২০১৮ সালের ৯ই আগস্ট দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করে। যোগদানের পর অকারনে স্টাফদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। মধ্যরাতে কর্তব্যরত নারী স্টাফদের কুপ্রস্তাব দিয়ে থাকেন। এছাড়া বহিরাগতদের নিয়ে মাদকসেবনের অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। অভিযোগকারী নার্সরা দ্রুত তার বদলির দাবি জানান।

হাসপাতালের কর্মচারীরা বলেন, করেনার ঝুঁকি নিয়ে কাজ করে গেলেও স্বাস্থ্য কর্মকর্তা তাদেরকে করোনা পরীক্ষার নামে ঘরে বন্দি করে রাখে, নার্সদের সাথে অশ্লীন আচরন, বহিরাগতদের ভয়ভীতি প্রদর্শনসহ নানা ভাবে হয়রানী করে আসছেন ।

দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট মো: খায়রুল ইসলাম বলেন-  ইউএইচও যোগদানের পর থেকেই স্টাফদের অকথ্য ভাষায় গালিগালাজ করে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। একজন অফিসারের আচরন এতো খারাপ হতে পারে, তা বিশ্বাসযোগ্য না। স্বাস্থ্য কর্মকর্তার প্রতি সকল স্টাফ অসন্তুষ্ট। উনি এখানে কর্মরত থাকলে স্টাফরা কাজের আগ্রহ হারাবে। তাই দ্রুত তাকে বদলির দাবি জানান তিনি।

নৈশ প্রহরী মো: ফুল মিয়া জানান- তার করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরও ডা: শাফী তাকে কয়েকধাপে হাসপাতাল কোয়ার্টারের একটি কক্ষে ২৪ দিন তালাবদ্ধ করে রাখে। কোনো প্রতিবাদ করলেই স্টাফদের মারধর করেন তিনি। এই ভয়ে কেউ প্রতিবাদ করে না।

নাম প্রকাশ না করার শর্তে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন আয়া জানান- ডা: শাফী প্রতি রাতে বহিরাগতদের নিয়ে হাসপাতালে আড্ডা দেয়। এছাড়াও বিভিন্ন সশয় নার্সদের নানান ভাবে কুপ্রস্তাব দিয়ে আসছেন তিনি। এভাবে চলতে থাকলে হাসপাতালে কাজ করা কঠিন হয়ে পড়বে বলে জানান তিনি।

না প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র স্টাফ নার্স জানান- তিনি ২৪ বছর যাবত স্বাস্থ্য বিভাগে চাকরি করছেন। তবে ডা: শাফীর মতো আর কাউকে তিনি দেখেন নাই। কোনো কারন ছাড়াই তিনি নার্সদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। সুন্দরী নার্সদের কুপ্রস্তাব দিয়ে থাকেন। এছাড়া তিনি বহিরাগত নারী পুরুষদের সাথে গভীর রাত পর্যন্ত হাসপাতালে আড্ডা দেন। তিনি নিজের একটি বাহিনী তৈরী করেছেন। কেউ প্রতিবাদ করলে সেই বাহিনী দিয়ে তাকে মারধর করান তিনি। সিনিয়র স্টাফ নার্সরা দ্রুত তার বদলি ও শাস্তির দাবি করেন। যদি তাকে দ্রুত বদলি না করা হয় তবে যেকোনো সময় বড় দূর্ঘটনার আশঙ্কা করছেন তিনি।

এবিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সৈয়দ আবু আহাম্মদ শাফীর সাথে কথা বলতে চাইলে তিনি জানান- যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ এবং বিষয়টি তদন্তাধীন তাই তিনি এ বিষয়ে কোনো কথা বলবেন না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে নার্স ও কর্মচারীদের অভিযোগের বিষয়টি স্বীকার করে সিভিল সার্জন প্রনয় কান্তি দাশ বলেন, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অভিযোকারীদের সাথে কথা বলা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রামাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে বলে জানা তিনি।

দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯জন চিকিৎসক, ১৭জন নার্স, ৬জন ধাত্রীসহ ৩য় ও ৪র্থ শ্রেণীর শতাধিক কর্মচারী কর্মরত রয়েছে।



ভিডিও নিউজ


সূত্র: সাপ্তাহিক বকশীগঞ্জ  -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top