কাজিপুরে বন্যার পানিতে কমিউনিটি ক্লিনিকের মেঝে ধসে আহত দুই

S M Ashraful Azom
0
কাজিপুরে বন্যার পানিতে কমিউনিটি ক্লিনিকের মেঝে ধসে আহত দুই

কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ি কমিউনিটি ক্লিনিকের মেঝে ধসে  স্বাস্থ্যকর্মীসহ এক শিশু আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত স্বাস্থ্যকর্মী ও শিশুকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

রবিবার (২৮জুন) বেলা ১২ টায় এ ঘটনা ঘটে। ক্লিনিকটি একটি বাঁশ ঝাড়ঘেরা পুকুর পাড়ে নির্মাণ করা হয়েছিলো। গত শনিবার সকালে বন্যার পানি ওই ক্লিনিকের চারপাশে প্রবেশ করে।

স্থাণীয়রা জানান, ভবনটি নির্মাণের সময় চরম অনিয়ম ও দূর্নীতির ফলেই বন্যার পানিতেই মেঝে ধসে গেছে। আহত স্বাস্থ্য কর্মী(এমএসবি) তাসলিমা খাতুন জানায়, ‘ক্লিনিক খুলে ভিতরে প্রবেশ করা মাত্রই এ ঘটনা ঘটে। এসময় স্থাণীয় লোকজন হাসপাতালের ঔষধ, আসবাবপত্র সহ চিকিৎসা সামগ্রী বাহিরে বের করে আনে।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল জানান, ঘটনা শোনার সাথেই স্থাণীয় একটি স্কুলে ক্লিনিকের কার্যক্রম স্থানান্তর করা হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top