বাংলাদেশের অর্থনীতি এখন শক্তিশালী স্থিতিশীল ॥ সালমান এফ রহমান

S M Ashraful Azom
0
বাংলাদেশের অর্থনীতি এখন শক্তিশালী স্থিতিশীল ॥ সালমান এফ রহমান

সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আমাদের অর্থনীতি এখন শক্তিশালী ও স্থিতিশীল। রাজনৈতিক নেতৃত্বও দারুণ। আরও বেশি জাপানের বিনিয়োগ এলে আমরা খুবই খুশি হব। বাংলাদেশ সরকারের ব্যবসাবান্ধব নীতি, বিশাল অভ্যন্তরীণ বাজার, মূল বাজারে প্রবেশের কৌশলসহ সুযোগ-সুবিধা নিতে জাপানী ব্যবসায়ীদের আহ্বান জানান সালমান এফ রহমান। জাপানের বেসরকারী খাতের ২০০টির বেশি প্রতিনিধির সঙ্গে ওয়েবিনার (ওয়েব সেমিনার) করেছে বাংলাদেশ। জাপানের বিনিয়োগকে আকৃষ্ট করতেই এই ওয়েবিনার করা হয়েছে। এতে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের কর্তাব্যক্তিরা জাপানীদের আশ্বস্ত করে বলেছেন, বাংলাদেশে তারা সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতও এ দেশে বিনিয়োগে তার দেশের ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন। বুধবার অনুষ্ঠিত ‘ডায়ালগ টু ড্রাইভ জাপানিজ ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়, বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) ও জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা)। বৃহস্পতিবার এ তথ্য জানায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। জাপানী ব্যবসায়ীদের আশ্বস্ত করে এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, জাপান সরকারের সহযোগিতায় খুব দ্রুতই বাংলাদেশের পরিবর্তন ঘটবে। মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রসার, মহাখালী-মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআইডিআই) প্রকল্প বাংলাদেশের ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। বাংলাদেশকে সহযোগিতা করার জন্য জাপান সরকারের একগুচ্ছ পরিকল্পনা রয়েছে। আমরা খুব দ্রুতই সেসব বাস্তবায়ন করতে পারব। বাংলাদেশে নিযুক্ত জাইকার চীফ রিপ্রেজেন্টেটিভ হায়াকাওয়া ইউহো বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কেবল প্রবেশপথ নয়, এটা দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশপথ। এটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের দ্রুত উন্নয়নশীল অর্থনীতিরও দেশ।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top