
সেবা ডেস্ক: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বেতুয়া নয়াপাড়া প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে গ্রামের বন্যা ও করোনায় কর্মহীন দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় স্থানীয় মসজিদ প্রাঙ্গনে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
বিতরণকালে সাবেক ইউপি সদস্য বাদশা মিয়ার সভাপতিত্বে সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, শিক্ষক আনোয়ার কবির, ইউপি সদস্য খলিলুর রহমান, আলহাজ্ব ফজলুর রহমান, মো. ইদ্রিস আলী, মোস্তফা মিয়াসহ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।