
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর পাথশী ইউনিয়নে বন্যা দূর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জামালপুর-২, ইসলামপুর আসনের সংসদ ফরিদুল হক খান দুলাল ও জামালপুর ও শেরপুর আসনের মহিলা এমপি হোসনে আরা ।
বুধবার দিনব্যাপী ত্রাণ বিতরন সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকী,ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আঃ সালাম,উপজেলা প্রকৌশলী আমিনুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল,ট্যাগ অফিসার সহস্থানীয় আওয়ামীলীগের নেতারা কর্মীরা।
এ সময় পাথর্শী ইউনিয়নের ৭শত পরিবারের মাঝে ১০কেজি করে ত্রাণের চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।