সরিষাবাড়ীতে ৭০০টি ইয়াবাবড়িসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী আটক

S M Ashraful Azom
0
সরিষাবাড়ীতে ৭০০টি ইয়াবাবড়িসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী আটক

সেবা ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৭০০টি ইয়াবাবড়িসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে আটক করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল ৯ জুলাই বৃহস্পতিবার বিকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের দুইজনকে জেল হাজতে পাঠানো হয়।

মাদক কারবারিরা হলো বরিশাল জেলার হিজলা উপজেলার কাউনিয়া গ্রামের মো. আব্দুর রউফ সিকদারের ছেলে আব্দুল মান্নান ( ৪০) ও জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আব্দুল করিমের মেয়ে ও আব্দুল মান্নানের স্ত্রী কল্পনা আক্তার (২৫)। তারা দুইজনই নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলা বউ বাজার রেল লাইন সংলগ্ন এলাকায় বসবাস করে আসছিল।

মামলা সূত্রে জানা যায়, আব্দুল মান্নান ও তার স্ত্রী কল্পনা আক্তার আন্তজেলা মাদক কারবারির সদস্য। দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন মাদক কারবারি ব্যবসা করে আসছে। ৯ জুলাই সকালে ঢাকা থেকে ইয়াবা চালান নিয়ে আসে সরিষাবাড়ীতে। জেলার গোয়েন্দা পুলিশ গোপন সংবাদে অভিযান চালায় বাউসি পপুলার মোড়ে। এ সময় ইয়াবা ক্রয় বিক্রির সময় হাতে নাতে ধরে গোয়েন্দা পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করলে আব্দুল মান্নানের কাছ থেকে ৫০০ ও তার স্ত্রীর কাছ থেকে ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারি জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন এ প্রতিবেদককে জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক কারবারি দম্পতিকে ৭০০টি ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে ৯ জুলাই বিকালে জেল হাজতে পাঠানো হয় ।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top