
মাহবুবুর রহমান: জামালপুর জেলার স্বনামধন্য চর্মরোগ বিশেষজ্ঞ ডা:এ কে আবুল কালাম আজাদ (৮২) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার সকাল ৭.৩০ মিনিটে তার জামালপুর নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী সহ এক মেয়ে ও এক ছেলে সন্তান রেখে যান।
তিনি জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা বাট্টাজোর ইউনিয়নে পলাশতলা গ্রামে জন্ম গ্রহণ করেন তিনি বিদেশ থেকে উচ্চ ডিগ্রি নিয়ে আমাদের জামালপুর জেলায় নিজস্ব চেম্বারে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন । অসহায় ও গরীব মানুষের বিনা ফ্রী তে চিকিৎসা করতেন।
মরহুমের নামাজের জানাজা বাদ জোহর জামালপুরের নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে
পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হবে।
ডা: এ কে আবুল কালাম আজাদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রী আবুল কালাম আজাদ, বিএনপির জামালপুর ২ আসনের সাবেক সাংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ (মেডিসিন), বকশিগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, বকশিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূর মোহাম্মদ, বকশিগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।