সারাদেশের ৫ হাজার তরুণকে বিনামূল্যে ৪ হাজার কোর্স করাবে এলআইসিটি

S M Ashraful Azom
0
সারাদেশের ৫ হাজার তরুণকে বিনামূল্যে ৪ হাজার কোর্স করাবে এলআইসিটি

সেবা ডেস্ক: প্রাণঘাতি ভাইরাস করোনা মহামারির চ্যালেঞ্জ মোকাবেলায় সারাদেশের ৫ হাজার তরুণকে প্রযুক্তি দক্ষ জনশক্তিতে রূপান্তর করাতে যাচ্ছে বাংলাদেশ সরকার। এজন্য ব্যবহৃত হবে বিশ্বখ্যাত ‘কোরসেরা ট্রেনিং প্লাটফর্ম’। এই প্লাটফর্মের চার হাজার কোর্সে বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রমটির পৃ্ষ্ঠপোষকতা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।  প্রশিক্ষণ কার্যক্রমে সমন্বয়কের কাজ করছে এলআইসিটি প্রকল্প।

বুধবার (৮ জুলাই) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এলআইসিটি প্রকল্প আয়োজিত ‘আইসিটি শিল্পের জন্য কোভিড-১৯ পরবর্তী দক্ষতা’ শীর্ষক এক সেমনিার চলাকালে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এলআইসিটি পলিসি এডভাইজার সামি আহমেদ এর সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিসিসি’র নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, কোরসেরার জ্যাক ওডনোহ, এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির, বাক্কো সভাপতি ওহাহিদুর রহমান শরীফ, উইমেন এন্ড ই-কমার্স ফোরামের সভাপতি নাসিমা আকতার নিশা ।

অনুষ্ঠানে একুশ শতকের দক্ষতার উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন অগমেডিকস এর বাংলাদেশ প্রতিনিধি রাশেদ মুজিব নোমান।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top