
সেবা ডেস্ক: খুলনা জেলা পরিষদের উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলার প্রায় ৪৫০ শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। সভাপতিত্ব করেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান।
জানা যায়, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবছরের জন্য খুলনা জেলার নাগরিকদের মধ্যে থেকে বাছাইকৃত ৪৫০ শিক্ষার্থীর মধ্যে ১৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, সদস্য শেখ আবু জাফর, কবির হোসেন, নাহার আক্তার প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন পরিষদের সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান খান, প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমান, প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।