
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় বন্যার পানিতে ডুবে পলাশ মিয়া (২১) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে স্থানীয় বিড়নের ঘাট ব্রিজপাড় এলাকায় ভোগাইয়ের শাখা নদীর পানির নিচ থেকে এলাকাবাসীর সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পলাশ শুক্রবার বেলা ১২ টারদিকে ওই ব্রিজপাড়ে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর থেকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ১৮ ঘন্টা পর আজ তার মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করা হয়।
নকলা থানার পুলিশের ওসি আলমগীর হোসেন শাহ জানান, শুক্রবার জুমার নামাজের আগে পলাশ অনেকের সাথে গোসলের জন্য বিড়নের ঘাট ব্রিজপাড়ে যায়। গোসল শেষে সবাই যারযার মতো বাড়ি ফিরে গেলেও পলাশ সকলের অজান্তে পানিতে ডুবে নিখোঁজ হয়। সন্ধ্যা হয়ে এলেও পলাশ বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাকে কোথাও না পেয়ে আজ শনিবার সকালে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসকর্মীদের সহযোগীতায় পলাশের মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করা হয়। প্রসঙ্গত, শেরপুরে এ নিয়ে বন্যার পানিতে ডুবে পাঁচজনের মৃত্যু হলো।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।