
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে যমুনার বাম তীর সংরক্ষণ প্রকল্পে ধ্বসে যাওয়ায় দ্রুত মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে।
সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল জরুরী পদক্ষেপ নিয়ে ২৪ঘন্টার মধ্যই এই মেরামত কাজ শুরু করেন। তিনি রবিবার বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ জামাল আব্দুন নাসের বাবুল উপজেলা, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজীনা আক্তার চায়না পাথর্শী ইউনিয়ন চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড জামালপুরের উপ বিভাগীয় প্রকৌশলী তৈমুর আহম্মেদ জানান-ওই বাধের ধ্বস স্থানে ৪হাজার ৮ শত বালি ভর্তি জিওব্যাগ প্রাথমিক পর্যায় ডাম্পিং করা হবে।
জানা যায়, ২৩আগস্ট মোরাদাবাদ এলাকায় তীর সংরক্ষণ প্রকল্পের সিসি বক বন্যার পানির প্রভাবে দেবে গিয়ে প্রায় ৬০মিটার এলাকা যমুনা নদীর গর্ভে চলে যায়। এসময় স্থানীয় জালাল শেকের বসতঘর যমুনার গর্ভে বিলীন হয়ে যায়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।