কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি ক্রিয়েটিভ এ্যাসোসিয়েশ শিক্ষার্থীরা রাস্তার দু’পাশে তালবীজ রোপন করেছেন।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের এই সংগঠনের শিক্ষার্থীরা পারুলকান্দি গ্রাম থেকে গোসাইবাড়ি রোড পর্যন্ত দুই কিলোমিটার রাস্তায় তালবীজ রোপন করেছেন। রোপন কাজের উদ্বোধন করেন কাজিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও আমিনা মনসুর ডিগ্রি কলেজের প্রভাষক আবদুল জলিল।
নিজ গ্রামকে প্রথমে সবুজায়নের আওতায় আনতে এই পদক্ষেপ নিয়েছেন বলে জানান সংগঠনের সিনিয়র সদস্য আরিফিন ইসলাম। তিনি জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রির ঘোষণা অনুযায়ী আমরা নিজ গ্রামকে সবুজায়ন করতে তালবীজ রোপন করলাম।
এরপর পুরো উপজেলাতে আমরা তালবীজ রোপন করবো। এসময় এ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য আবদুল হাকিম, আরিফুল, লিয়াকত আলী লিটনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।