উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া-সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) তারভীর ইমাম শনিবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাঁতী ও আদর্শ গ্রাম মহল্লার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় ও স্থানীয় জাতীয় সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মসুচির অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে দুর্গা পুজা ও মন্দির পরিদর্শন করেন উল্লাপাড়া - সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাঁতী মহল্লার ঐতিহ্যবাহী প্রাচীন মায়া মন্দির, মাতৃ মন্দির ও আদর্মগ্রামের বারোয়ারী মন্দিরের পুজা মন্ডপ পরিদর্শন করেন। মায়া মন্দির পরিদর্শনের সময় মন্দিরের সাধারন সম্পাদক সুজিত কুমার ঘোষ এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন- এমপি তানভীর ইমামের সহধর্মিনী মাহি ইমাম, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান হাফিজ, এমপি মহোদয়ের ব্যক্তিগত সহকারি মীর আরিফুল ইসলাম উজ্জল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল মাহমুদ সরকার প্রমুখ। মন্দির পরিদর্শের সময় তিনি সনাতন ধর্মালম্বী লোকজনের সাথে কুশল বিনিময় করেন ও ব্যক্তিগত খোঁজ খবর নেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।