
রফিকুল আলম,ধুনট (বগুড়া): সারাদেশে নারী-শিশু ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে বগুড়ার ধুনট উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅবস্থান কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে ‘আমরা প্রতিবাদ করতে জানি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গণঅবস্থান কর্মসূচীতে অংশ নেন।
গণঅবস্থানে অংশ গ্রহনকারীরা ধর্ষকের ফাঁসি, ধর্ষণ মামলার দ্রুত বিচার ও রায় কার্যকর এবং নারী শিশুর নিরাপত্তা চেয়ে বিভিন্ন প্লেকার্ড-ফেস্টুন প্রদর্শন করেন। এসময় তারা মুখ ও চোখে কালো কাপড় বেঁধে ধর্ষণের প্রতিবাদ জানান। এছাড়া মহান মুক্তিযুদ্ধের চেতনায় ধর্ষক মুক্ত বাংলাদেশ প্রত্যাশা করে অংশ গ্রহনকারীরা লাল-সবুজের জাতীয় পতাকা ওড়ান।
গণঅবস্থান কর্মসূচীর আহবায়ক সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে গণঅবস্থাণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, মতিয়ার রহমান, ফরিদ উদ্দিন, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান কলামিষ্ট রেজাউল হক মিন্টু, সাংবাদিক বাবুল ইসলাম, ইমদাদুল হক ইমরান, জাহিদুল ইসলাম, জহুরুল মল্লিক, কবি মোখলেছুর রহমান আরজু, স্কুল শিক্ষিকা রোমানা আফরোজ, শিক্ষার্থী মোস্তারি তাবাচ্ছুম শিথিলা, রোদেলা তানজিম নিধি, রামিশা আনজুম অর্থি, ছাত্রলীগ নেত্রী আসমা নুসরাত লাবনী, স্বেচ্ছাসেবক আরিফিন বিল্লাহ বাদল, রনি চক্রবর্তী, প্লাবন আমিন, তারিকুল ইসলাম, রিমন, রাসেল মাহমুদ, কারিমুল হাসান, জিল্লুর রহমান, সবিনয় তারেক শান্ত, আবু রায়হান, সুলতান মাহমুদ, সাগর মাহমুদ, শাহরিয়ার সুমনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।