মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার: টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীদের কে গ্রেফতার করতে সঙ্গম হন টঙ্গী পূর্ব থানার পুলিশ।
মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার(অপরাধ) দক্ষিণ মোহাম্মদ ইলতুৎ মিস বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- কেরাণীটেক বস্তি এলাকার আব্দুস সাত্তারের ছেলে সবুজ (৩৪), ব্যাংক মাঠ বস্তির বাচ্চু মিয়ার ছেলে সোহেল (২২), মরকুন পশ্চিমপাড়া এলাকার জাহিদুলের ছেলে স্বাধীন (২২)। পুলিশ
জানা যায়, গত রবিবার (২৫ অক্টোবর) ভোরে নতুন বাজার এলাকায় একটি ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধির সঙ্গে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহ্নত একটি সুইচ গিয়ার ও ছিনিতাইকৃত ল্যাপটপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) দক্ষিন শাহদাত হোসেন, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আমিনুল ইসলাম, পরিদর্শক(তদন্ত) জাহিদুল ইসলাম প্রমুখ
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।