মেলান্দহে আলবদর পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর প্রদানের অভিযোগ

S M Ashraful Azom
0
মেলান্দহে আলবদর পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর প্রদানের অভিযোগ


জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে আলবদর পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর বরাদ্দ দেয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্পের আওতায় আদিপৈত গোয়ালবাড়ি গ্রামের আল বদর বাহিনীর সদস্য আবুল হোসেন আবুর স্ত্রী খোদেজা বেওয়ার নামে প্রধানমন্ত্রীর দেয়া একটি ঘর বরাদ্দ পান। 

ঘরটি নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে। খোদেজা বেওয়া উপজেলা পরিষদের অফিসারদের বাসাবাড়িতে ঝি-এর কাজ করতেন। সেই হিসেবে উপজেলা প্রশাসন খোদেজার নামে ঘরটি বরাদ্দ দেন। 

ইতোমধ্যেই খোদেজা বেওয়ার স্বামী একজন আলবদর বাহিনীর সদস্য থাকার কথা জানাজানি হলে এলাকায় বিতর্কের সৃষ্টি হয়। ওদিকে বদরের পরিবারকে দেয়া ঘরের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পৌরমেয়র শফিক জাহেদী রবিন; মর্মে এলাকায় খবর প্রচারিত হলে বিষয়টি ধুম্রজালের সৃষ্টি হয়। এ বিষয়ে ভূক্তভোগি খোদেজা জানান-ঘরের বাকি কাজ বন্ধের বিষয়ে আমি কিছুই জানি না।

পৌরমেয়র আলহাজ শফিক জাহেদী রবিন জানান-আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আমি খোদেজাকে ঘর দেয়া বা ঘরের কাজ বন্ধের বিষয়ে কিছুই জানি না। তবে খোদেজার স্বামী একজন আল বদর ছিল। এটা সত্য। 

ঘর বরাদ্দ কমিটির আহবায়ক-উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন জানান-খোদেজার স্বামী বদর বাহিনী ছিলেন এমন তথ্য আমাদের জানা ছিল না। ঘরের কাজ বন্ধ করে দেয়ার বিষয়টিও ঠিক না।

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান জানান-মানবিক কারণে অসহায় মহিলার বিষয়ের উপর গুরুত্ব দিয়ে সমন্বয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক খোদেজার নামে ঘরটি বরাদ্দ দেয়া হয়েছিল। খোদেরজার স্বামী আবু আল বদর ছিলেন; এখন আমরাও জানতে পেরেছি। তিনি আরো বলেন-কেও আমাদের ঘরের কাজ বন্ধের জন্য প্রভাবিতও করেনি।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top