শফিকুল ইসলাম: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় লাভজনক ফসল হিসাবে গত বছরের চেয়ে এবারে ১০০ হেক্টর বেশি জমিতে সরিষার চাষ হয়েছে। এবারে সরিষার লক্ষ্য মাত্রা ছিল ৪ হাজার ২৫০ হেক্টর ও অর্জিত হচ্ছে ৪ হাজার ৩৫০ হেক্টর জমিতে।
এই মৌসুমটিতে কৃষকরা সরিষার চাষে মনোযোগ সরিষা চাষাবাদ করেছেন রৌমারীর কৃষকগণ। এছাড়াও আবহাওয়া ভালো থাকায় কৃষকরা ভাল ফলন পাওয়ার আশা করছেন তারা।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবারের চলতি মৌসমে উপজেলায় ৪ হাজার ২৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এতে অর্জিত হচ্ছে ৪ হাজার ৩৫০ হেক্টর। এছাড়াও বিভিন্ন জাতের টরি-৭, বারি-৯, বারি-১৪, ১৫ জাতের সরিষা রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ চাষিদের ক্ষতি পুষিয়ে নিতে কৃষি মন্ত্রণালয়ের অধিনে কৃষি প্রণোদনা হিসেবে প্রায় সাড়ে ৬’শ কৃষককে সরিষার বীজ দেওয়া হয়েছে। ফলে সরিষার ব্যাপক চাষ হওয়ায় এলাকাজুড়ে শুধুই হলুদের সমারোহ । মৌমাছির গুন গুন শব্দে আলোকিত করছে কৃষকের মাঠ। এদিকে সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করতে ব্যস্ত রয়েছে মৌ চাষিরাও। প্রাকৃতিক কোন দূর্যোগ না হলে সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, চলতি মৌসুমে ৪ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষার চাকরা হয়েছে। যা গত বছরের চেয়ে অনেক বেশি। এখানে কয়েক দফা বন্যায় ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা সরিষা চাষের প্রতি ঝুঁকে পড়েছেন। কৃষি প্রণোদনা হিসেবে প্রায় সাড়ে ৬’শ কৃষককে সরিষার বীজ দেওয়া হয়েছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।