ধুনটে ফসলের মাঠে জুয়ার আসর!

S M Ashraful Azom
0
ধুনটে ফসলের মাঠে জুয়ার আসর!


রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ফসলের খোলা মাঠ ও যমুনার দুর্গম চরের আস্তানায় নিরাপদে তিন তাসের জুয়া খেলার আসর বসেছে। এখানে প্রতিদিন কয়েক লাখ টাকার জুয়া খেলা হয়। বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা এসব আস্তানায় জড়ো হয়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে জুয়া চলে। এসব খেলোয়াড়রা যেকোনো ভাবে টাকা যোগাড় করে জুয়ার আসরে ঢালছে। আর সেই অর্থ যোগাড় করতে গিয়ে তারা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। মাঝে মাঝে লোক দেখানো দু-একটি পুলিশি অভিযানে জুয়াড়ি আটক করা হলেও আয়োজকরা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে।

উপজেলার নসরতপুর গ্রামের কৃষক আজিবর রহমান, আব্দুস সাত্তার ও নায়েব আলীসহ স্থানীয়রা অভিযোগ করেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় তাদের গ্রামের নাদু মিয়া দীর্ঘদিন ধরে খোলা জমিতে জুয়ার আসর পরিচালনা করে আসছেন। প্রতিদিন দূর-দূরান্ত থেকে অনেকে জুয়া খেলতে আসেন। সেখানে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়ার চলে। প্রশাসনের নজর ফাঁকি দিতে বিশ্বহরিগাছা বাজার, নসরতপুর পাকা রাস্তা, ফড়িংহাটা ও সাতপাকিয়া এলাকায় পাহারা বসানো হয়। আয়োজকরা প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা এ ব্যাপারে প্রতিবাদ করার সাহস করেন না। সম্প্রতি গণমাধ্যমকর্মীরা সেখানে গেলে জুয়ার সরঞ্জাম ফেলে পালিয়ে যায় জুয়াড়িরা।

উপজেলার বানিয়াজান গ্রামের বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, জুয়া খেলায় তিনি এখন নিঃস্ব। এই এলাকায় তার মতো অনেকেই সুদে টাকা এনে জুয়া খেলায় মত্ত ছিল। সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে অনেকে পরিবার পরিজন নিয়ে গাঢাকা দিয়েছেন। তা ছাড়া সর্বস্ব খুইয়ে দিশেহারা হয়ে কেউ কেউ নেশার জগতেও ঝুঁকে পড়ছেন।

উপজেলার মানিকপোটল গ্রামের এক জয়াড়ি জানান, পৈতৃকসূত্রে তার ৫ বিঘা জমি ছিল। সব জুয়ায় নিয়েছে। এখন বাড়ি ছাড়া আর কিছুই নেই। প্রায় দেড় বছর ধরে জুয়ার নেশায় তিনি বুঁদ হয়ে আছেন। জুয়ার আসরে কোনো দিন সব টাকা হেরে তিনি বাড়িতে যান। কখনো জেতেনও। তবে বেশির ভাগ দিনই হারেন। কিন্তু নেশার টানে আরো অনেকের মতো তিনিও ছুটে আসেন।

এ বিষয়ে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, এ উপজেলায় জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে কয়েকটি মামলাও হয়েছে। তবে নসরতপুর ও চর এলাকায় জুয়ার আসরের বিষয়ে কেউ অবগত করেনি। তারপরও কার নেতৃত্বে সেখানে জুয়া চলছে তদন্ত করে তা নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top