শাহজাহান পারভেজ শাহীন,বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সার্বিক তত্ত¡াবধানে এবং স্বেচ্ছায় রক্তদানে বকশীগঞ্জ (এসআরডিবি) এর আয়োজনে বুধবার কামালের বার্ত্তী কেবি মডেল উচ্চ বিদ্যালয়ে রক্তের গ্রুপ নিণয় করা হয়।
সকাল ১০ টায় উক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন সাধুর পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
দিনব্যাপি ওই কর্মসূচিতে প্রায় ৫ শতাধিক বিভিন্ন পেশার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।