মাহবুবুর রহমান জিলানী,গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের টঙ্গী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা চিত্রাঅঙ্কন প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ
টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ গতকাল বুধবার শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান জাহান আরা বেগম, দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, কলেজ ইনচার্জ আব্দুল আলীম, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, প্রভাষক মহসিন মিয়া, সুরুজ্জামান মাষ্টার, আবুবকর সিদ্দিক, গোলজার হোসেন, চৌধুরী আশরাফ আলী, খাদিজা আক্তার তামান্না, জান্নাতুল ফেরদৌস, সাবিনা সুলতানা, জাকির হোসেন প্রমুখ।
আলোচনা সভায় অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান বিজয় দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল বুধবার অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং সাবেক শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: জয়নাল আবেদীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের কলেজ ইনচার্জ মাহবুবুল আলম, শিক্ষক প্রতিনিধি কামাল হোসেন, প্রভাতি শাখার সহকারী প্রধান আবুল হোসেন শেখ, আমজাদ হোসেন, সুরুজ আল মামুন, প্রভাষক লতিফা পারভীন, শাহিদা খানম হিরা, জাহান আরা বেগম, রাখী শাহা, প্রভাষক হারুন অর রশিদ, আহসান উল্লাহ, সানা উল্লা, মাওলানা জাহাঙ্গীর আলম, মো: শাহ আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।