সেবা ডেস্ক: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সুনামগঞ্জের শতাধিক ইমাম ও আলেম-ওলামাকে শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত লাল-সবুজ রঙের ছাতা উপহার দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে ইমামদের মধ্যে ছাতা বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জেলা প্রশাসনের এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ইমাম ও আলেম-ওলামা।
এ সময় আলেম ওলামারা সরকারের ভূমিকার প্রশংসা করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন। তাই এই দেশের মানুষ হিসেবে তাকে সম্মান করতে হবে।
সরকারকে সহায়তার আশ্বাস দিয়ে মোনাজাত পরিচালনার মাধ্যমে দেশে শান্তি ও সম্প্রীতি রক্ষার আহ্বান জানান তারা।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে হাওরের জীবন মান উন্নয়ন, হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে ইমাম-মোয়াজ্জিনদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ শীর্ষক ভূমিকা নিয়ে একটি কর্মশালা হয়। ইসলামিক ফাউন্ডেশন এই কর্মশালার আয়োজন করে। এতে ১১ উপজেলার অন্তত শতাধিক ইমাম অংশগ্রহণ করেন।
মুজিববর্ষের উপহার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আনিস মাহমুম, ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি আবু সিদ্দিকুর রহমান প্রমুখ।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।