শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী সদর ইউনিয়নের ইউপি সদস্য, মেম্বার্স এ্যাসিয়েশনের সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রবিউল করিম জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (১৪ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম জজ কোর্ট থেকে তাকে জামিন দিয়েছেন। পরদিন মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা আড়াইটার সময় রৌমারী ফলুয়ারচর নৌকা ঘাট থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় তার সহকর্মী ও এলাকাবাসি। সেখান থেকে শতাধীক মোটর সাইকেলের বহর নিয়ে রৌমারী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তার বাসায় যান। পরে ইউপি সদস্য রবিউল করিমের সাথে তার সহকর্মী ইউপি সদস্য রবিউল ইসলাম রানা, কলিম চাঁন, তমিজ উদ্দিন, লাল মিয়া, হেলাল মিয়াসহ কয়েকজন সাক্ষাত করেছেন।
উল্লেখ্য যে, রৌমারী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল করিম গত ১ নভেম্বর সন্ধার দিকে পুরাতন রিফাত কাউন্টার সংলগ্ন চায়ের দোকানে চা পান করছিলেন। এসময় জামালপুর র্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার মোটর সাইকেল থেকে ইয়াবাসহ তাকে আটক করে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।