জামালপুর প্রতিনিধি: কুষ্টিয়াতে নিমার্ণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে জামালপুর সদর উপজেলা কেন্দুয়া ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী বাজারের কৃষক লীগের আয়োজনে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশে রুপ নেই।
প্রতিবাদ সমাবেশে কেন্দুয়া ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক মঞ্জুরুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে ও যুগ্ন-আহবায়ক আজিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুক হক নুরল। প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষকলীগ নেতা মোখলেছুর রহমান খান শাহজাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক হাফিজুর রহমান ছিরমল, বন ও পরাবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মিষ্টার, সদস্য গোলাম রাকিব তারা, জহুরুল ইসলাম, আরিফুল ইসলাম, খোরশেদ আলম, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মান্নান, সাবেক ছাত্র নেতা মাইনুল হাসান খান সোহেল,কেন্দুয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক শেখ রাজিব, সহ-সভাপতি মামুনুর-রশিদ, ৯ নং ওয়ার্ড় কৃষকলীগেরর সভাপতি মস্তু মেম্বার, সাধারন সম্পাদক আব্দুল মালেক, ১ নং ওয়ার্ডের নেতা নজরুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের দেলোয়ার মধু ২ নং ওয়ার্ডের আ: করিম, আব্দুল জব্বার, ৭ নং ওয়ার্ডের আ: মজিদ মাষ্টারসহ সকল ওয়ার্ডের কৃষকলীগ নেতা, কেন্দুয়া সাংগঠনিক ছাত্র লীগের সাবেক যুগ্ন-আহবায়ক গোলাম মেহেদী, কেন্দুয়া থানা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী শাওন খান, কেন্দুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মিঠু, সহ-সভাপতি বিজয়, আওয়ামী লীগ কর্মী মোবারক হোসেনসহ অনেকে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সার্বিক ভাবে পরিচালনা করেন জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ্ মো: গোলাম নবী।
প্রতিবাদ সমাবেশে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানান।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।