লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড,জামাল আব্দুন নাছের বাবুল। অন্যানের মধ্য বক্তব্য রাখেন- রাখেন উপ সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আলীম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার, নির্বাচন কর্মকর্তা হোসনে আরা,উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেছ,মৎস কর্মকর্তা কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন প্রমুখ।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।