রফিকুল আলম,ধুনট (বগুড়া): জাতির পিতার নির্মানাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও একাজে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ার ধুনট উপজেলায় বীরমুক্তিযোদ্ধাদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্বারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ধুনট মুক্তিযোদ্ধা ভবন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তর নিকট একটি স্বারকলিপি প্রদান করে।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সাবেক যুদ্ধাকালীন কমান্ডার হামিদুল হক, সাবেক কমান্ডার এসএম ফেরদৌস আলম ও সাবেক ডেপুটি কমান্ডার গোলাম ওয়াহাব সহ মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তানগণ
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।