ঘাটাইল প্রতিনিধি: রেজাউল করিম মটু। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দলের দুঃসময়েও পিছু পা হননি তিনি। সাধারণ জনগণের দুঃসময়ে পাশে দাঁড়িয়েও সহযোগিতা করে যাচ্ছেন ক্লিন ইমেজের এই নেতা। সাধারণ মানুষের সঙ্গে রয়েছে তার নিভীর সম্পর্ক। সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে তিনি এবার দিগলকান্দি ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। তিনি নৌকার মাঝি হলে এলাকার উন্নয়নে আসবে গতিধারা। এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। এরআগে দিগলকান্দি জনগণের দাবির প্রেক্ষিতে জননেতা শহিদুল ইসলাম লেবুকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে পান তারা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
বাংলাদেশ আওয়ামী লীগের বর্ণাঢ্য রাজনৈতিক অঙ্গনে ঘাটাইলের পদচারণা ছিল সবসময় সচল। রেজাউল করিম মটু ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। তার আগামী দিনের স্বপ্ন দিগলকান্দি উন্নয়ন। তার জীবনের বাকীটা সময় দিগলকান্দি ইউনিয়নবাসীর পাশে থেকে জনগণের সেবা করে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের অগ্রযাত্রাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা। গরীব, দুঃখী মেহনতি মানুষের আস্থার শেষ ঠিকানা, নির্লোভ, নিরহংকার, সদাহাস্যজ্জ্বল, দিগলকান্দি জনগণের সুখে-দুঃখের সাথী ছাত্র নেতা থেকে জননেতা, তরুণদের আইকন রেজাউল করিম মটুকে ঘাটাইল দিগলকান্দি ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখতে চায় এবং তাকেই যোগ্য বলে মনে করে দিগলকান্দি ইউনিয়নের জনগণ। বাংলাদেশ আওয়ামী লীগের চমক মর্মেপ্রদত্ত উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবুর অভিপ্রায়ের যথার্থ প্রতিফলন ঘটতে পারে জনপ্রিয় তরুণ নেতা রেজাউল করিম মটুর মনোনয়নের মাধ্যমে। সচেতন মহলের মতে- রেজাউল করিম মটু ইতোমধ্যেই তার সততা, নিষ্ঠা ও আত্মসম্মানের জাগরণে নিজেকে সমৃদ্ধ করেছেন এবং সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। লোভ-লালসা তাকে আত্মগণ্টানীর পথে হাঁটাতে পারেনি। রাজনীতির ক্লিনম্যান হিসেবে পরিচিত হয়ে ওঠা রেজাউল করিম মটু প্রার্থী হচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী একজন কর্মী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সোপানে কাজ করে যাব তার নির্দেশে। আমাকে যখন যে দায়িত্ব দেওয়া হবে আমি তাই পালন করবো। যতদিন বেঁচে থাকবো বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হয়ে মানব সেবায় নিজেকে উৎস্বর্গ করতে চাই।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।