জামালপুর প্রতিনিধি: জামালপুরে টিকিট কালোবাজারির অপরাধে মো: সুজন শেখ নামে একজনকে তিন বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। রবিবার দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মোঃ জুলফিকার আলী খাঁন এই আদেশ দেন।
মামলা সূত্রে জানাগেছে, ২০১৬ সালের ৮ ফেব্রæয়ারী জামালপুরের মেলান্দহ রেল স্টেশন রোডে র্যাব অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পালিয়ে যাওয়ার সময় মেলান্দহ উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত আ: ছালামের ছেলে মো: সুজন শেখকে গ্রেফতার করা হয়।
এ সময় তার নিকট থেকে কমিউটার ট্রেনের ১৭টি টিকিট, টিকিট বিক্রির ৩২০ টাকা, একটি মোবাইল সেট ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।
পরে থানায় মামলা দায়ের করে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় মো: সুজন শেখকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মোঃ জুলফিকার আলী খাঁন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।