সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবস আজ

S M Ashraful Azom
0
সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবস আজ


সেবা ডেস্ক: আজ ১২ ডিসেম্বর, সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে আত্মসমর্পণের মধ্যদিয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পাক হানাদার মুক্ত করেন। উত্তোলন করা হয় বাংলাদেশের লাল সবুজের পতাকা। যাত্রা শুরু হয় স্বাধীন বাংলাদেশের।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের সাবেক উপ পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু জানান, ১৯৭১ সালে এই দিনে যুদ্ধকালীন কোম্পানি অধিনায়ক আনিছ, রশিদ, নোদা, নাজিম, ফজলু, দারোগ আলী, সুজাত আলী, লুৎফর ও বিএলএফ তাদের কোম্পানির লোকজন নিয়ে জগন্নাথগঞ্জ ঘাট এলাকা পাক হানাদার বাহিনীর ঘাঁটি ঘেরাও করে। এ সময় ১৭৩ জন হানাদার বাহিনী একযোগে তাদের কাছে আত্মসমর্পণ করে। পরে সরিষাবাড়ী শিমলা বাজার এলাকা গণময়দানে মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য আব্দুল মালেকের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

পাক হানাদারমুক্ত দিবস হিসেবে ১২ ডিসেম্বর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আয়োজিত দিবসটি পালনের লক্ষ্যে সকাল ১২টায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে বাউসী মুক্তিযোদ্ধা স্মৃতি স্বরনিকায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে স্মরণ সভা দোয়া মাহফিল শেষে দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top