বকশীগঞ্জ প্রতিনিধি: আলোচনা সভা ও দোয়া মাহাফিলের মধ্য দিয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বকশীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বুধবার বকশীগঞ্জ পৌরসভার নয়াপাড়া হাফিজুর রহমান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাঠে দিবসটি পালিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের জামালপুর জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ ইসমত পাশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী বীর প্রতীক (বার), বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহানারা জাহান প্রমুখ।
পরে নয়াপাড়া সহ স্থানীয় এলাকার গরীব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের বকশীগঞ্জ পৌর শাখার সভাপতি প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিক।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।