আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় পৌর আলোর দিশা বিদ্যাপীঠ নামে স্কুলের সাইন বোর্ড উঠিয়ে প্রায় কোটি টাকার নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে কুখ্যাত কালোবাজারি মনিরুজ্জামান ফুল মিয়ার বিরুদ্ধে।
কে এই ফুল মিয়া? স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী পৌরসভার ৩ নং উদয়সাগর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে ও মরহুম আব্দুল হাদী চেয়ারম্যান এর ছোট ভাই মনিরুজ্জামান ফুল মিয়ার উত্থান শুরু হয় গত ৯০ দশকের শুরুর দিকে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে স্মাকলার হিসেবে ভারতীয় বিভিন্ন পন্য চিনি,মদ,গাজা, ফেন্সিডিল,মসলা, ও শাড়ী কাপড় আমদানি শুরু করে।সেই মালামাল গাইবান্ধা বালাসিঘাট হয়ে দেওয়ান গঞ্জ, মানকিরচর,ভাওয়াই মধুপুর,জামালপুর ময়মনসিংহ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নদী পথে পাচার করে কোটিপতি হয়ে যায় ।এক সময় সে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ স্মাকলার হয়ে পরিচিতি অর্জন করে।এই সংক্রান্ত আরো তথ্য অনুসন্ধান মুলক সংবাদ সংগ্রহ অব্যাহত রেখেছে। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় নি। এক এগারো সালে ফকর উদ্দিন মইন উদ্দিন ক্ষমতায় আসার পড় সে রিলিফের মালামাল চোরাকারবারির সাথে জরিয়ে পরে। সময়ে ব্যবধানে সে জিরো থেকে হিরো বনে যায়।যে সরকারই ক্ষমতা আসুক না কেন স্থানীয় সংসদ সদস্যদের টাকা দিয়ে ডোনার হিসেবে কাজ করেন তিনি। রিলিফের টিন,১০ টাকা কেজি চাল,টিআর কাবিখাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ চলমান রয়েছে।
এবার তিনি নিজেকে সমাজে ভালমানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পৌর আলোর দিশা বিদ্যাপীঠ নামক একটি স্কুল খুলে কোটি কোটি টাকা নিয়োগ বানিজ্য করেছে বলে অভিযোগ ওঠেছে। এ ব্যাপারে অভিযুক্ত ফুলমিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ করেন নি! মনিরুজ্জামান ফুল সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন পরর্বতীতে----
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।