জামালপুর প্রতিনিধি: জামালপুরে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্মকান্ড ও চাঁদাবাজীর অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার। এদিকে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু।
বৃহস্পতিবার সকালে শহরের কাচারীপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ভূক্তভোগী পরিবার। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ব্যবসায়ী একেএম শফিকুল ইসলাম জুলহাস, জিয়াউর রহামান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম তফিকুল ইসলাম, জামালপুর জেলা চালকল মালিক সমিতির সভাপতি আমির খসরু, জামালপুর হাজি ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রাজ্জাক, শাহজাহান আলী প্রমুখ। এ সময় ব্যবসায়ী একেএম শফিকুল ইসলাম জুলহাস বলেন, বুধবার দুপুরে পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী আমার দোকান ও বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছে। পরিবারের সদস্যদের মারধর করে ও জীবন নাশের হুমকি দিয়েছে। হামলার শিকার হয়ে মো. মামুন (৪২), মো. সাদেক (৩৫), লিটন মিয়া (৪২), খন্দকার সুমন (৪০), সুজন (৪৫), আবু সাইদ জিমি (৩২), রাসেল (৩০) আহত হয়। এছাড়াও কাচারীপাড়ায় চাউলের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে ও দোকানের ম্যানেজার মাহমুদুর রহমান লাবুকে মারধর করে। এ ঘটনায় মাহমুদুর রহমান লাবু বাদী হয়ে বুধবার রাতে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সাংবাদিক সম্মেলনে ভূক্তভোগী পরিবার সরকারের কাছে তাদের নিরাপত্তা এবং সন্ত্রাসী কাউন্সিলরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এদিকে, দুপুরে জামালপুর পৌরসভা প্রাঙ্গনে পাল্টা সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু। তিনি বলেন, ভুমিদস্যু জুলহাস পৌরসভার বেশকিছু স্থানে জমি দখল করেছে, মানুষকে অতিষ্ট করে তুলছে। সাধারন মানুষ এই জুলুমবাজের হাত থেকে বাচঁতে চায়। কাউন্সিলর আরও জানান, বুধবার দুপুরে পৌর মেয়রের নির্দেশে শহরের সরদারপাড়ায় শাহজাহান ও রূপমের জমির সিমানায় প্রাচীর নির্মান নিয়ে বিরোধ মিমাংসা করতে তিনি ঘটনাস্থলে পৌছান। প্রাচীর নির্মান বিষয়ে কথা বলতে চাইলে ভুমিদস্যু জুলহাসের লোকজন হামলা চালায় ও আমার সঙ্গীদের মারধর ও গাড়ী ভাংচুর করে। তিনি হামলাকারীদের শাস্তি দাবি করেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।