উল্লাপাড়া প্রতিনিধি : জনসাধারণের মাঝে করোনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি করতে শুভসংঘ কালের কন্ঠের সদস্যরা মাস্ক এর পাশাপাশি সাবান ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেছে। বৃহস্পতিবার সারাদিন উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন রাস্তার যানবাহনের চালক থেকে শুরু করে পথচারীদের হাত জীবাণু মুক্ত করতে ও সচেতনতা বৃদ্ধির লক্ষে এ কর্মসূচি পালন করেন।
করোনা প্রতিরোধ ও জনসচেতনতামুলক কর্মসূচির আয়োজন করে শুভসংঘ উল্লাপাড়া উপজেলা শাখা। এ সংগঠন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা গঠিত। উল্লাপাড়ায় শুভসংঘ সংগঠনের নতুন সভাপতি শিমুল সরকার এবং সাধারণ সম্পাদক মোঃ ফাহিম ফয়সাল সুমন নির্বাচিত হয়ে প্রথম সেবামুলক কার্যক্রম শুরু করলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি শিমুল সরকার। তিনি এ সময় বলেন 'শুভ কাজে সবার পাশে' থাকো আর দৃঢ় প্রত্যয় নিয়ে সমাজের কল্যাণ কাজে এগিয়ে যাও।
কর্মসূচি পালনকালে এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ জুয়েল রানা, মোহাম্মদ কফি আনান, শাহনেওয়াজ সাদী, যুগ্ম সাধারণ সম্পাদক জ্যোতির্ময় চক্রবর্তী, মোঃ ফয়সাল রহমান, সাংগঠনিক সম্পাদক দীপ্ত চন্দ্র সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, মেহেদী হাসান, নিয়াজ আহমেদ, মোঃ নয়ন ইসলাম, কোষাধক্ষ্য রঞ্জন শীল নিতাই, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, উপদপ্তর সম্পাদক উদয় কুমার বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক তাসরিফ আহমেদ পিয়াম, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক তন্ময় সরকার, কার্যকরী সদস্য পিয়াস কুমার সাহা, সনদ কুমার বিশ্বাস এবং আকাশ কুমার সূত্রধর প্রমুখ।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।